কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ এ ০৪:৪৮ PM
জীবন বৃত্তান্ত
অধ্যক্ষ, ক্যাপ্টেন আতাউর রহমান ৪ই জানুয়ারী, ১৯৭৫ সালে নোয়াখালী জেলায় সোনাইমুড়ি থানার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম হতে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের নটিক্যাল সায়েন্স বিভাগ হতে বিএসসি ডিগ্রী লাভ করেন। তিনি দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে দীর্ঘ ১১ বছর চাকরি করেছেন এবং সরকারি চাকরিতে ১২ বছরেরও বেশি সময় ধরে আছেন। ২০১৩ সালের ১২ই মার্চ ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে চীফ নটিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন। পরে ২০২২ সালের ১৬ই ফেব্রুয়ারী তিনি অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন। তিনি রোটারী ক্লাব অব চিটাগাং মেরিন সিটির সাবেক প্রেসিডেন্ট এবং নটিক্যাল ইন্সটিটিউট বাংলাদেশ শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি স্বরলিপি সাংস্কৃতিক সংগঠনের একজন উপদেষ্টা এবং চট্টগ্রাম চেস একাডেমির একজন সিনিয়র প্রশিক্ষক। এছাড়া তিনি একজন সাবেক জাতীয় দাবাড়ু হিসেবেও পরিচিত।